Bangladesh Jhenaidah Kaliganj lockdown

  • 4 years ago
ঝিনাইদহের কালীগঞ্জে ৩ টি এলাকা ভিত্তিক লকডাউন শুরু

করোনায় সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহ কালীগঞ্জ শহরে এলাকা ভিত্তিক লকডাউন শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ দুপুরে কালীগঞ্জ শহরের ফয়লা, নিশ্চিন্তপুর, ও কলেজপাড়া ৩ টি এলাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। ওই ৩ টি এলাকার মোড়ের রাস্তা বন্ধ করা হয়েছে।

আগামী ৭ দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে। এসময় ওই এলাকা থেকে কেউ বেরুতে বা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আগামীতে শহরের অন্যান্য এলাকা ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকা পর্যায়ক্রমে লকডাউন করা হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণারানী সাহা, পৌরমেয়র আশরাফুল আলম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recommended