সদর ঘাটে লঞ্চ ডুবা প্রসঙ্গে/THE DHALLYBAZZ /2020

  • 4 years ago
একটা দূর্ঘটনা সারা জীবনের কান্না কথাটা সত্য হলেও কয় জন তা জানে, জেনেও তা কয়জনে মানে। মানুক বা না মানুক যখন ঘটে দূর্ঘটনা,
যার চলে যাই সেই বোঝে হাই বিঃস্বেধ এ কি যন্তনা।
বলছি গতকাল লঞ্চ দূর্ঘটনা কথা, অনেকের মনে জ্বলছে স্বজন হারানোর ব্যাথা।
যদিও সিসি টিবি ভিডিও ফুটেজ এ দেখেছি সুন্দরী ২ অসতর্কীয় কর্মকান্ড।
একটু সর্তক হলে হয়ত হতোনা এমন ছোট্ট লঞ্চটি লণ্ডভণ্ড।
যদিও এই অন্যের অসতর্কতায় পরতে হয়েছে অকাল মৃত্যু নামক ফাঁশি,
তবে যদি সে বিশ্বাসী মুসলিম হয় তাহলে পরেকালে তাদের জন্য রয়েছে পরম সুখের হাসি। AMI E BONGGO চ্যানেলের পক্ষ হতে স্বজন হারানো সব মানুষের সমবেদনা জানাছি। সতর্ক থাকুন, সবাই কে ভাল রাখুন।