শ্রীনিত্যানন্দ মহাপ্রভূর একে একে সাতটি পুত্র মারা গেলেন কেনো?

  • 4 years ago
নিত্যানন্দ মহাপ্রভু বিবাহ করার পর তার যখন প্রথম সন্তান হয় তখন অবিরাম নামে একজন ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুর সেই ছেলেকে প্রণাম করেন সেই প্রণাম এর ফলে নিত্যানন্দ মহাপ্রভুর পুত্রটি মারা যান এমনিভাবে নিত্যানন্দ মহাপ্রভুর যখনই ছেলে হয় তখনই অভিরাম নামে ওই ভক্ত গিয়ে প্রণাম করে এবং নিত্যানন্দ মহাপ্রভুর সন্তান মারা যান এইভাবে সাতটি পুত্র মারা গিয়েছিল একারণে নিত্যানন্দ মহাপ্রভু অভিরামের পরে প্রচণ্ড ক্রদ্ধ হয়েছিনেন।

Recommended