সাইয়েদুল ইস্তেগফার ~ Sayedul Estegfar Bangla
সাইয়েদুল ইস্তেগফার বাংলা ~ Saidul Istegfar Bangla তওবা ও ইস্তিগফারই হচ্ছে গুনাহ মাফের শ্রেষ্ট ইবাদত আর সে গুনাহ মাফের জন্য আমরা সাইয়েদুল ইস্তেগফার বাংলা থেকে শিখে আমল করতে পারি। সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইবাদত হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব "আশরাফুল মাখলুকাত" বা মানব মাত্রই ভুল করে থাকে অর্থাৎ গোনাহ করে থাকে। আর সেই গুনাহ মাফের জন্য মানুষকে কোন সময় কোন দোয়া পড়তে হয় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হয়। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা মানবের ভিতরে অসৎকর্ম ও সৎকর্ম উভয়ের প্রেরণা জাগ্রত করেছেন।’
আমরা অনেকেই জানিনা কিভাবে আল্লাহ-তাআলার নিকট ইস্তেগফার করতে হয় বা কোন সময় কি দোয়া পড়তে হয়। কারণ আল্লাহ তাআলার রাজি খুশি হয়ে গেলে আমাদের এস্তেগফার তওবা ও তাওবার দোয়া কবুল হলে আমাদের ইহ জীবন পরকালের জীবন খুব সুন্দর হবে।
আমরা অনেকেই জানিনা কিভাবে আল্লাহ-তাআলার নিকট ইস্তেগফার করতে হয় বা কোন সময় কি দোয়া পড়তে হয়। কারণ আল্লাহ তাআলার রাজি খুশি হয়ে গেলে আমাদের এস্তেগফার তওবা ও তাওবার দোয়া কবুল হলে আমাদের ইহ জীবন পরকালের জীবন খুব সুন্দর হবে।
Category
📚
Learning