BENGALI POEM | মানবিকতার অপমৃত্যু | POEM VIDEO | PART 01

  • 4 years ago
********** মানবিকতার অপমৃত্যু **********
সনাতন কুণ্ডু

নবমীর আলোর রোশনাই মাটির দুর্গা উজ্জ্বল
তৈরী হয়নি তখনও বিসর্জনের আবহ,
এদিকে নেমে এলো অন্ধকার জ্যান্ত দুর্গার জীবনে ।
নরপিশাচের কালো হাত কেড়ে নিল
জ্যান্ত দুর্গার সম্ভ্রম ।
এখনও সে বোঝেনি নারীত্ব কী।
একরাশ অনাবিল উল্লাস বুকে নিয়ে
চলছিল জ্যান্ত দুর্গা মাটির দুর্গা দর্শনে,
ফুটফুটে এগারোর জ্যান্ত দুর্গা ।
নিকষ কালো অন্ধকারে চলল
নররাক্ষসদের যৌন সন্ত্রাস ।
মাটির দুর্গা বিসর্জনের প্রাক্কালেই হলো
জ্যান্ত দুর্গার বিসর্জন ।
নৃশংস, অমানবিকতার লালসা,
কাম,ক্রোধ,লোভ,মোহের চতুর্মুখী আক্রমণে
রুদ্ধ হলো সদ্য প্রস্ফুটিত এগারোর কন্ঠস্বর ।
রচিত হলো নবমীতে জ্যান্ত দুর্গা বিসর্জনের নব পর্ব ।

Recommended