Alosh Somoi Dhara (অলস সময়ধারা )| Official Music Video | Chayapoth | Bengali Original Music Video

  • 4 years ago
Composed and arranged by Chayapoth.

Lyrics:

॥ অলস সময়ধারা ॥

বসে আছি সময় আঁধারে।
কথিত অলস সময়ধারা ।
অধীর আবেগে নিয়ে যাচ্ছে আমায়,
কোন এক পাড়ে।
বোধ হয় বিরাম চাইছে কিছু জানাতে ।

দূরে বহুদূরে শহরের ও ধারে ।
মন চলেছে বেগে,
ভাবনার রেল গাড়িতে ।
চেয়ে আছি আমি জাগা স্বপ্নতে ।

ব্যথার এই বৃথা অনুভব ।
ভালোবাসাই জীবন একক ।
তড়িতের মতো আমায়,
নিয়ে যাচ্ছে সেথায়।
বোধ হয় প্রেম চাইছে আমায় উপহার দিতে ।

দূরে বহুদূরে নদীর ওপারে।
মন চলেছে বয়ে,
কামনার প্রেম তরীতে।
চলেছি আমি স্বপ্নের গতিতে ॥
....
....
দূরে বহুদূরে শহরের ও ধারে ।
মন চলেছে বেগে,
ভাবনার রেল গাড়িতে ।
চেয়ে আছি আমি জাগা স্বপ্নতে ।

দূরে বহুদূরে নদীর ওপারে।
মন চলেছে বয়ে,
কামনার প্রেম তরীতে।
চলেছি আমি স্বপ্নের গতিতে।

বসে আছি সময় আঁধারে।
কথিত অলস সময়ধারা ।
ব্যথার এই বৃথা অনুভব ।
ভালোবাসাই জীবন ।
বসে আছি সময় আঁধারে।
কথিত অলস সময়ধারা ।...

-----------------------------------------------------
Cast: Baishali Roy, Sudipta Chakraborty and Angsuman Das
Singer: Sudipta Chakraborty
Lyrics, Music and Composition: Angsuman Das
Recorded, Mixed & Mastered at Chayapoth Studio
Director of Photography, Cinematography and Edited: Arnab Mondal and Swarnendu Dutta
Story, Screenplay and Concept: Sourav Ka

----------------------------------------------
For Live Shows
Contact: Sudipta Chakraborty
Phone no:+91- 9903370019
Mail ID- chayapoth.band@gmail.com / iamsudipta.rocker@gmail.com

Thank You...

This content is Copyrighted to Chayapoth. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited for this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.

Recommended