Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/5/2020
জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নে আমলিতলা বাজার-সয়রাপাড়া সড়কে এলজিইডি’র অর্থায়নে নির্মাণাধীন কালভাটের এপ্রোচে মাটি দেয়ার সময় ভেঙ্গে পড়তে শুরু করে এর বিভিন্ন অংশ। কালভাটের ধ্বসে পড়া অংশে হাত দিলেই খসে পড়ছে সিমেন্ট-বালু। নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনিয়ম ও দুর্নীতি করে নিম্নমানের কাজ করায় কালভার্টটির বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে ওই প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের কি নাম বা মূল ঠিকাদার কে, বরাদ্ধ কত, উপজেলা প্রকৌশলী জাকির হাসান এসবের কিছুই জানেননা বলে জানান।

Category

🗞
News

Recommended