ড. কুদরত-ই-খুদা হাউস | ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ | Dr. Qudrat-E-Khuda House | DRMC | কুদরাত-এ-খুদা

  • 4 years ago
#DRMC #ঢাকা_রেসিডেনসিয়াল_মডেল_কলেজ #কুদরত_ই_খুদা_হাউস
Beautiful Qudrat-E-Khuda House

ড. কুদরত-ই-খুদা ছিলেন একজন বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তাকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। তিনি ১৯০০ সালে পশ্চিমবঙ্গের বীরভূমের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

কলকাতা মাদ্রাসা থেকে তিনি ১৯১৮ সালে ম্যাট্রিক পাস করেন। তারপর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯২৫ সালে রসায়নে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএসসি পাস করেন। ১৯২৯ সালে রসায়নে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি পাটকাঠি থেকে মণ্ড তৈরি করে সেই মণ্ড থেকে অতি উন্নতমানের দৃঢ় তক্তা করার পদ্ধতি আবিষ্কার করেন। পারটেক্স কাঠ তার বিশেষ অবদান। পরবর্তীতে তার গবেষণার বিষয়বস্তু ছিল বনৌষধি, গাছগাছড়ার গুণাগুণ, পাট, লবণ, কাঠকয়লা, মৃত্তিকা ও অন্যান্য খনিজ পদার্থ। ড. কুদরত-ই-খুদা ১৯৭৭ সালের ৩ নভেম্বর ঢাকায় মারা যান। (যুগান্তর: ০২ অক্টোবর ২০১৯)

প্রাচীন শিক্ষাব্যবস্থার পরিবর্তন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপযোগী সমাজগঠনমূলক একটি সার্বিক শিক্ষাব্যবস্থার রুপরেখা প্রণয়নের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত প্রস্তাব অনুযায়ী ১৯৭২ সালের ২৬ জুলাই গঠিত 'জাতীয় শিক্ষা কমিশন' প্রনীত সুপারিশমালা। এই কমিশনের সভাপতি ছিলেন ড.কুদরাত-এ-খুদা। তার নাম অনুসারে পরবর্তিকালে রিপোর্টির নাম রাখা হয় ' ড.কুদরাত-এ-খুদা শিক্ষাকমিশন রিপোর্ট'। এটি প্রকাশিত হয় ১৯৭৪ সালের মে মাসে ' বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট' নামে। এতে পরিশিষ্ট বাদে ৩৬ তি অধ্যায় ছিল এবং পৃষ্ঠা সংখ্যা ছিল মোট ৪৩০।

Dr. Muhammad Qudrat-i-Khuda was a Bangladeshi organic chemist, educationist and writer. Khuda was born in1900 in Margram village, Birbhum District, Bengal Presidency, British India (now India). He passed Matriculation examination from Calcutta Madrasa in 1918 with First Division. In 1924, he received his MSc degree in Chemistry from Presidency College, Kolkata. Later, he studied in London University. In 1929, he received D. Sc. in physics from this institute.

He founded the Bangladesh Council of Scientific and Industrial Research. From 1969 till 1972, he served as the president of the Pakistan Academy of Sciences.

He was awarded Ekushey Padak in 1976 by the Government of Bangladesh for his contribution in education of the country and Independence Day Award in 1986 (posthumous) by the Government of Bangladesh for his contribution in science and technology

Khuda was specialized in the field of organic chemistry. He conducted research on herbals, jute, salt, charcoal, soil and minerals. He extracted biochemical elements from local trees and plants that can be used for medical purposes. Khuda and his associates had patent of 18 scientific inventions. One of his most significant inventions was manufacturing of Partex from jute-stick. Other significant scientific innovations by Khuda were manufacturing malt vinegar from the juice of sugarcane and molasses, rayon from jute and jute-sticks, and paper from jute


Died: November 3, 1977, Dhaka.


কুদরত ই খুদা শিক্ষা কমিশন
ড কুদরত ই খুদা শিক্ষানীতি
কুদরত ই খুদা শিক্ষা কমিশন রিপোর্ট
কুদরত ই খুদা শিক্ষা কমিশন কবে গঠ

Recommended