Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/8/2020
তুমি কোন কাননের ফুল।।Tumi kon kanoner phool.(Rabindra Sangeet).
গানের কথা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দু'টি তারা ঢালুক কিরণধারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা
Singer: Ananya Acharjee
সংগীতকার: Rabindranath Tagore

Category

🎵
Music

Recommended