মোবাইল ফোনসেট সারাইখানা

  • 4 years ago
সম্ভাব্য পুঁজি: ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত

সম্ভাব্য লাভ: মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব।

প্রস্তুত প্রণালি: দোকান সাজানো ও ব্যবসায়ের সুবিধার্থে আলো, কেবিনেট ও ডেস্কের দরকার। এগুলো হলে মোবাইল ফোনের বিভিন্ন অনুষঙ্গ, যেমনÑ ব্যাটারি, ক্যাচিং, চার্জার (অটো ও নরমাল), এয়ারফোন-হেডফোন, মেমোরি কার্ড কিনতে হবে পাইকারি মূল্যে। গ্রাহকের চাহিদা অনুযায়ী সার্ভিস দিতে হবে।
বাজারজাতকরণ: মোবাইল ফোন ব্যবহারকারীরাই এর ভোক্তা। মোবাইলের শো-রুমের আশপাশে দোকান দিতে পারলে ভালো। লোকসমাগম বেশি, এমন জায়গাই দোকান দিতে হবে।।

যোগ্যতা: মোবাইল ফোনের সব খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে হবে। বাজারে আসা সব ব্র্যান্ডের ফোনসেট সম্পর্কে ধারণা রাখতে হবে।

Recommended