ইনফিনিটি অ্যালকালাইন ওয়াটার জগ ডেমো। infinity alkaline water jug demo.

  • 4 years ago
Alkaline Water System পানি ফিল্টারেশন পদ্ধতি যা দেহের এসিড বর্জ্য নিষ্ক্রিয় করতে ভূমিকা রাখে এবং আয়োনিক ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম সরবরাহ করে যা দেহে পুরোপুরি শোষিত হয়। আধুনিক আয়েশি জীবন যাপন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহন, শারীরিক ও মানসিক ধকল, পরিবেশগত দূষণ ইত্যাদি কারণে এসিডিক বর্জ্য আমাদের রক্তস্রোতে ও লিস্ফ্যাটিক প্রবাহে বাড়তে থাকে যা লিভার ও কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয়। অতিরিক্ত এসিড বর্জ্য উল্লেখিত অঙ্গগুলোর ব্যাপক ক্ষতিসাধন করে এবং বিভিন্ন বয়োঃবৃদ্ধিজনিত রোগ সৃষ্টি করে আমাদের পানীয় জলের PH ৮ বা ৮ এর উপরে হলে তা শরীরের এসিড বর্জ্য নিষ্কাশনে বাড়তি সাহায্য করে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। স্বাস্থ্যবান দেহ হচ্ছে মৃদু এলকালাইন যা যে কোন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে সক্ষম। রোগ সৃষ্টিতে অতিরিক্ত এসিড বর্জ্য যে মুখ্য ভূমিকা পালন করে এ প্রসঙ্গে Dr. Theodre A Baroody & Dr Rdout Yours বক্তব্য উল্লেখযোগ্য।
Dr. Baroody বলেন, “The Countless name of illness do not really matter. What does matter is that they all from the same root cause…too much Tissue Acid waste in the body” অর্থাৎ প্রকৃত পক্ষে রোগের অসংখ্য নাম কোন বিষয় নয়। আসল বিষয় হচ্ছে প্রতিটি রোগের মূল কারণ একটিই – আর তা হল দেহের কোষ-কলায় অতিরিক্ত এসিড বর্জ্য। (Dr. Theodre A Baroody, ND, DC; PhD, Author-“Alkalize of Die”)। সুতারাং দেহের অতিরিক্ত এসিড বর্জ্য বিভিন্ন রোগের মূল কারণ এটি সহজেই বলা যায়।

এলকালাইন পানি পান করার ফলে আপনি যে সকল শারীরিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন –
১। ক্যান্সার ২। দ্রুত বার্ধক্য ৩। ডায়াবেটিস ৪। উচ্চ রক্তচাপ ৫। গ্যাস্ট্রিক ৬। হার্ট এ্যাটাক ৭। হাড় ক্ষয় ৮। বাত-ব্যাথা ৯। সন্ধি প্রদাহ ১০। জন্ডিস ১১। কোষ্ঠকাঠিন্য ১২। রক্তনালী শক্ত হয়ে যাওয়া বা আর্টারিও স্কেলেরোসিস ১৩। অতিরিক্ত মেদ বহুলতা ১৪। একজিমা ব্রণ ১৫। এজমা বা হাপানি ১৬। কিডনি পাথর ১৭। পিত্ত পাথর ১৮। হজমে গোলযোগ ১৯। ঘন ঘন ঠাণ্ডা লাগা ২০। শারীরিক অবশাদ/ক্লান্তি ২১। অতিরিক্ত কোলেষ্টরেল ২২। মাসিকের ব্যাথা/অনিয়িমিত মাসিক ২৩। শরীরের দুর্গন্ধ ২৪। অনিদ্রা ইত্যাদি।

কেন Alkaline Water System আপনি পছন্দ করবেন ?
* এলকালাইন (PH = ৮.৫ – ৯.৫) এসিডিক বর্জ্য দেহ থেকে বের করে।
* এন্টিঅক্সিডেন্ট ফ্রী-রেডিকাল ধ্বংস করবে ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকবে। ক্যান্সার, দ্রুত বার্ধক্য এবং অন্যান্য (Degenarative) রোগ সহজে হবে না।
* ছোট পানির কনাগুচ্ছ দ্রুত দেহের সাথে মিলে যাবে, চর্বি ভেঙ্গে যাবে এবং পুষ্টি ও অক্সিজেন সরবরাহ সহজ হবে।
* প্রাকৃতিক খনিজ পদার্থ এবং আয়ন পাওয়া যাবে যা সহজে শোষণ হবে। বয়োঃবৃদ্ধিজনিত অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যাবে।
* ১০০% নিরাপদ (USFDA/KFDA) কর্তৃপক্ষ মেডিকেল ডিভাইস হিসেবে অনুমোদিত এবং জীবাণুমুক্ত পানি।
* সাধারণ পানির চেয়ে ৩ গুন বেশী কার্যকারী। স্বাস্থ্যকর ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম যুক্ত।

এখনি অর্ডার করতে পারেন।

our facebook page
--------------------------------
https://bit.ly/2DI6sGd


our website visit now
-----------------------------------
https://bit.ly/2RlhLfw

Recommended