মন থেকে মুছে গেলে স্রষ্টার নাম || Abu Hanif Noman || 2015

  • 5 years ago
Mon Theke Muchegele Srostar Nam
মন থেকে মুছে গেলে স্রষ্টার নাম
Lyric: Abu Taher Belal
আবু তাহের বেলাল
Tune: Tafazzal Hossain Khan
তাফাজ্জ্বল হোসাইন খান
Artiste: Abu Hanif Noman
আবু হানিফ নোমান
Actor: JR Titumir & AR Sohail
Director: Obydullah Tarek

#AbuHanifNoman
#মন_থেকে_মুছে_গেলে_স্রষ্টার_নাম
#NomanSong
#Noman
#নোমান
কারণে অকারণে, শয়তানের ধোকায় পড়ে আমরা অনেক সময় পাপাচারে ডুবে যাই, স্রষ্টাকে ভুলে যাই, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, সঠিক পথে জীবন পরিচালিত কর।

গানের কথাঃ
মন থেকে মুছে গেলে স্রষ্টার নাম
প্রাণ থেকে ঘুঁচে গেলে স্রষ্টার নাম,
বিপদের থাকে না কূল কিনারা
পিছু নেয় আলেয়া শত বদনাম।।
::::
দিল থেকে থেমে গেলে কোরানের নূর
আজাজিল নিয়ে চলে দূর বহুদূর।
আলোকের পথ যায় আঁধারে ঢেকে
অভাগা জীবনে বিধি হয় বাম।।
:::::
চোখ থেকে সরে গেলে হাদিসের নূর
তার নিয়ে খেলে যায় শত যে অসুর।
রিপুর তাড়নায় দিশেহারা সে
পায়ে পায় প্রতিফল পায় অবিরাম।।
:::::
বিল বলো ঝিল বলো বলো প্রান্তর
তার অপরূপ মেখে সবই সুন্দর।
মনটাকে গড়ে নাও তার নিয়মে-
খুঁজে ঠিক পাবে যে জীবনের দাম।।

www.instagram.com/abuhanifnoman
www.facebook.com/abuhanifnoman
www.facebook.com/abuhanifnoman.official

© Abu Hanif Noman
Category
Music

Recommended