বাবু রাজচন্দ্র দাস ও রাণী রাসমণির বসত বাটি || কলকাতা জানবাজার রাজবাড়ী || #janbazar #kolkata

  • 5 years ago
যদিও রানি রাসমণির নামে এ বাড়ির পুজো পরিচিত তবে পুজো শুরু হয় প্রীতরামের আমলে। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র রাজচন্দ্র পুজো করেন। রাজচন্দ্রের মৃত্যুর পর পুজোর ভার নেন রানি রাসমণি। পরে এখানে আরও দুটি পুজো শুরু হয়। প্রথম পুজোটি শুরু হয় ১৩ নং রানি রাসমণি রোডে অবস্থিত ঠাকুর দালানে।

মথুর মোহন বিশ্বাসের ছেলে ত্রৈলোক্যনাথ বিশ্বাস। ত্রৈলোক্যেনাথের চার ছেলে। শ্রীগোপাল, মোহনগোপাল, ব্রজগোপাল ও নিত্যগোপাল। ত্রৈলোক্যনাথ তাঁর সেজ ছেলে ব্রজগোপালকে ১৩ নং রানি রাসমণি রোডের বাড়িটি দিয়ে যান। ব্রজগোপালের স্ত্রী সিন্ধুবালা দাসী। ব্রজগোপাল-সিন্ধুবালার দুই মেয়ে। লাবণ্যলতা ও বিদ্যুৎলতা। বিদ্যুৎলতার শ্বশুরবাড়িতে অপঘাতে মৃত্যু হয়। লাবণ্যলতার স্বামী বিজয় কৃষ্ণ হাজরা। তাঁদের আট ছেলে। এখন হাজরা বংশ এই বাড়ির অধিকারী।

২০ নং রানি রাসমণি রোডে অবস্থিত বাড়িটি জগদম্বার অন্য তিন ছেলে উত্তরাধিকারী সূত্রে পান। তাই এখন বিশ্বাস বংশ এই বাড়ির অধিকারী।

কুমারীর স্বামী প্যারিমোহন চৌধুরী। ১৮/৩এ, এস. এন. ব্যানার্জী রোডের বাড়িটি এখন প্যারিমোহনের বংশধরদের অধিকারে। পদ্মমণির অংশে কোন পুজো হয় না।

....................................................................

Find us on Facebook : https://www.facebook.com/Kichu-Golpo-Kichu-Kotha-2328785394003020/

Instagram :
https://instagram.com/kichugolpo_kichukotha?igshid=1p2asi0nfsufj

Twitter :
https://mobile.twitter.com/KichuGolpo

If you want to write something, so email us on : kichugolpokichukotha@gmail.com

Recommended