২২তলা ভবনটিতে আটকা পড়েছেন অনেকেই। প্রাণ বাঁচাতে বহুতল ভবন থেকে নামতে গিয়ে পড়ে গেছেন বেশ কয়েকজন ...
ভয়াবহ সেই দৃশ্য ধারণ করেছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট পলাশ মল্লিক
#ছবিতে বনানীর অগ্নিকাণ্ড ও উদ্ধার অভিযানের হৃদয়ছোঁয়া মুহূর্ত Link https://wp.me/p5e3sV-6rE
রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বনানীর এফআর ভবনে এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা আরও বাড়তে পারে। জীবন বাজি রেখে উদ্ধারকর্মীরা আগুনের গ্রাসে যাওয়া ভবন থেকে অনেক জীবিত মানুষকে বের করে এনেছেন। তেমনি হাজার হাজার মানুষ অকারণে ঘটনাস্থলে জড়ো হয়ে মোবাইলে ছবি তুলেছে; যাতে ব্যহত হয়েছে উদ্ধারকাজ। তেমনি কিছু হৃদয়ছোঁয়া ছবি দেখুন ক্যামেরাবন্দি অবস্থায়: Link https://wp.me/p5e3sV-6rE