মোটর বাইক রাইড শেয়ারিং এর জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশে। বিশ্বখ্যাত রাইড শেয়ারিং কোম্পানি উবার বলছে বাংলাদেশই এখন তাদের সবচে বড় মোটো মার্কেট। দেশে সেবাটি চালুর এক বছরের মাথায় ভারতের দিল্লী ও মিশরের কায়রোকে পেছনে ফেলে দিয়েছে ঢাকা। সবমিলিয়ে বাংলাদেশে উবারের ২য় বর্ষপূর্তিতে কোম্পানিটি বলছে, আগামী বছর নাগাদ এই অঞ্চলে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির ২৫ ভাগ আসবে বাংলাদেশের বাজার থেকে... - প্রতিবেদনটি প্রচারিত হয় ২৭.১১.২০১৮ তারিখের বিজনেস রিপোর্ট অনুষ্ঠানে।