নাম তার অবন্তী। পুরো নাম অবন্তী দেব সিঁথি। জন্ম আর বেড়ে ওঠা ঢাকা থেকে অনেকটা দূরে, জামালপুরে। গান গাইবেন, শিল্পী হবেন, এমনটা একদম ছোটবেলায় ভাবনাতেই ছিল না। সেই অবন্তী গান গেয়ে জয় করেছেন মানুষের মন। শুধু তো কণ্ঠ দিয়ে নয়, গানের সঙ্গে ব্যতিক্রমী আয়োজন দিয়েও সবাইকে মুগ্ধ করেছেন তিনি। ক্লোজআপ-ওয়ান দিয়ে দেশের দর্শক মাতিয়েছিলেন অবন্তী, তারপর তার গান আর শিসের আওয়াজ, আর তার সঙ্গে নিজের উদ্ভাবিত ‘কাপ সং’ নিয়ে তিনি গিয়েছেন ভারতে, জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করে তিনি মুগ্ধ করেছেন সেই প্রতিযোগিতার বিচারক-উপস্থাপক-দর্শক সবাইকে। অবন্তীর সেই পারফরম্যান্সের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল।
জি বাংলায় অনুষ্ঠানটি প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছেন অবন্তী। ফেসবুকে তার পারফরম্যান্সের ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। লক্ষ লক্ষ মানুষ দেখেছে সেই ভিডিওটি। অনেকেই সেই ভিডিও দেখে আক্ষেপ প্রকাশ করেছেন, অবন্তীর মতো প্রতিভাকে কেন আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না, এটা ভেবে।