পদ্মার ভাঙ্গনে হুমকির মুখে শরীয়তপুর জেলা | Shariatpur Padma River Erosion

  • 6 anni fa
দিন যতই পাড় হচ্ছে পদ্মা ততই তার আগ্রাসি রূপ ধারন করেছে। তীব্র ভাঙ্গনের কবলে পড়ে শরীয়তপুরে নড়িয়া ও জাজিরা উপজেলার শত শত পরিবার এখন দিশেহারা। প্রতিদিন ই ভাঙছে বসট ভিটা, ফসলি জমি, রাস্তাঘাট, ও বহু স্থাপনা।
নদীতে ইত্যমধ্যে বিলীন হয়েছে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাট বাজার সহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। মুছে গিয়েছে সবকিছুর চিহ্ন।
ভাঙ্গন আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ গুলি নির্ঘুম রাত কাটাচ্ছে। জীবন বাঁচাতে নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

পদ্মান ভাঙ্গনে শরিয়তপুর জেলা বিলিন হওয়ার সঙ্কাঃ


পদ্মার ভাঙ্গনে ৩৫জন লোক নিয়ে সাধুরবাজার লঞ্চঘাট পদ্মায় বিলিন, নিখোঁজ ১০জনঃ


পদ্মা নদীর ভয়াবহ কিছু ভাঙ্গনের ভিডিওঃ


পদ্মার তীব্র ভাঙ্গনে অসহায় শরীয়তপুরের মানুষঃ


পদ্মা নদীর মারাত্বক কিছু ভাঙ্গনঃ


বর্ষার শুরুতে শরীয়তপুরে মারাত্বক ভাবে দেখা দিচ্ছে নদী ভাঙ্গন, নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়িঃ


ঈদের দিন বিকালে আবারো সাধুর বাজারে প্রায় ১৩কড়া জায়গা একসাথে পদ্মায় বিলীনঃ

Consigliato