Aronno | Bhalobasha.com | (Official HD Video)

  • 6 years ago
The song "Bhalobasha.com" is the title track of Aronno's 2nd album Bhalobasha.com released in december 20th,2013. This song is about young generation and their everyday life style, thinking process, imagination and also bohemianism but positive activities.

Aronno thinks that the generation is infatuated by the so called media manipulation and blind culture, stuck in a balloon made by the education system and internet, grooved by the time pressure... But still they have their love and affection towards pure and true humanity; still they have their faith on friendship. They always want to spend their time with nature, read poetry, sing songs, moved by the true art and pure culture...

ভালোবাসা ডট কম

আমি সামলাবো মন নাকি গাদাগাদা বই
মাথার ভেতর প্রেম করে হইচই।
হুট করে ফেইসবুকে একটু লগইন
এভাবেই রাতগুলো হয়ে যায় দিন।
কচলানো চোখ নিয়ে ক্যাম্পাসে যাই
ক্লাশরুমে বোর লাগে, শুধু ওঠে হাই।
আজগুবি কায়দায় প্রেম করি খোঁজ
কিছু কিছু বন্ধুরা একসাথে রোজ।
আমি আনন্দে আছি, অভিমান কমকম
আমার গল্প ভালোবাসা ডট কম।
এই আটোসাটো শহরে এক গ্লাস দম-
ঘুরে ফিরে প্রেমে পড়ি শনি-রবি-সোম।

আমি পারিনা থাকতে ভূলে হৃদয়ের টান
ক্যান্টিনে বসে বসে শুরু করি গান।
কেউ বলে আরো হোক, কেউ বলে থাম-
মনে মনে খুজে ফিরে প্রেমিকার নাম
মাঝে মাঝে ছুটে যাই দূর থেকে দূর
কাঁধে ব্যাগ কানে বাজে অবাধ্য সুর।
ভাবিনা কোনটা ভুল, কোনটা যে ঠিক
বুকে বাজে তারুণ্য মনটা প্রেমিক
আমি আনন্দে আছি, অভিমান কমকম
আমার গল্প ভালোবাসা ডট কম।
এই আটোসাটো শহরে এক গ্লাস দম-
ঘুরে ফিরে প্রেমে পড়ি শনি-রবি-সোম।

মায়াবতী চোখ দেখে বলে উঠি জোস
কত এলো কত গেলো নেই আফসোস।
টুকটাক অভিমানে মন যদি কাঁপে
আদুরে গিটার বাজে আঙুলের চাপে।
এভাবে দুপুরগুলো হাওয়া হয়ে যায়
বিকেল কাটে হুডখোলা রিকশায়।
ঘুরে ফিরে ছুটি আমি স্বপ্নের পিছু
আমার আকাশ যেন খোসাহীন লিচু।
আমি আনন্দে আছি, অভিমান কমকম
আমার গল্প ভালোবাসা ডট কম।
এই আটোসাটো শহরে এক গ্লাস দম-
ঘুরে ফিরে প্রেমে পড়ি শনি-রবি-সোম।