আমেরিকায় স্কুলে হামলা রুখতে বর্থ্যতার দায়ে এফবিআই পরিচালকের পদত্যাগ দাবি !

  • 6 years ago
যুক্তরাষ্ট্রের পার্কল্যান্ডে স্কুলে হামলাকারীর বিষয়ে তথ্য থাকার পরও হত্যাকাণ্ড রুখতে ব্যর্থতার দায়ে, এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে'র পদত্যাগ দাবি করেছে ফ্লোরিডা কর্তৃপক্ষ। এরই মধ্যেই গোয়েন্দা সংস্থাটি স্বীকার করে নিয়েছে যে, হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে আগেই সতর্কতা পেলেও, তার ওপর যথাযথ নজর রাখা হয়নি। এ অবস্থায় এফবিআই-এর বিরুদ্ধে দায়িত্বহীন আচরণের অভিযোগ তুলে চরম সমালোচনা করেছেন মার্কিনরা।

ফ্লোরিডায় নিহতদের স্মরণে শোকসভায় অংশ নিতে পার্কব্রিজের গির্জায় উপস্থিত হন অসংখ্য মানুষ। স্থানীয় গভর্নরসহ বিভিন্ন স্তরের লোকজন নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফ্লোরিডায় হাইস্কুলে হামলার ঘটনা সম্পর্কে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের আগেই সতর্ক করা হয়েছিল বলে বৃহস্পতিবার জানায় এফবিআই। এর একদিন পরই শুক্রবার এক বিবৃতিতে গোয়েন্দা সংস্থাটি জানায়, সম্ভাব্য হামলা সম্পর্কে জানার পরেও সঠিক তদন্ত ও নিকোলাস ক্রুজের ওপর নজরদারি করতে তারা ব্যর্থ হয়েছেন।

এফবিআই-এর এমন স্বীকারোক্তির পর দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। সম্ভাব্য হামলার তথ্য পেয়েও, তা অবহেলার অভিযোগ তুলে সংস্থার পরিচালক ক্রিস্টোফার রে'র পদত্যাগ দাবি করেছে ফ্লোরিডার গভর্নর রিক স্কট। একইভাবে এফবিআইয়ের বিরুদ্ধে দায়িত্বহীন আচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন হামলায় নিহতদের সহপাঠীরা।

The Florida authorities have demanded the resignation of FBI director Christopher Ray, for failing to prevent the killings even after information about the attacker in Parkland, USA. Meanwhile, the intelligence agency has acknowledged that the attacker, Nicholas Cruz, had previously been warned, he had not been properly monitored. In this situation, the US has criticized the FBI for accusations of irresponsible behavior.

Many people attend Parkbridge's church to attend the mourning celebrations in Florida. People from different levels, including the local governor, paid homage to the dead. The teachers of the institution were warned about the high school attack incident in Florida on Thursday, the FBI said. In a statement on Friday, the intelligence agency said that despite knowing about possible attacks, they failed to investigate and monitor Nicholas Cruz.

There has been a storm of criticism across the country after the FBI's confession. Florida's Governor Rick Scott said Florida's governor, Christopher Ray, had resigned, after receiving the information about possible attacks, the agency's director, raising allegations of negligence. Likewise, the FBI has expressed anger over allegations of irresponsible behavior and fellow classmates killed in the attack.

Recommended