জুমাকে সরানোর বিষয়ে এএনসি'র চূড়ান্ত বৈঠক আজ !

  • 6 years ago
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে সরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে নিতে আজ বৈঠকে বসছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা। এএনসি'র ওই বৈঠক ঘিরে দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তার দলের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের অধিকাংশ নেতাই চান জুমার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর পক্ষে। গত কয়েক সপ্তাহ ধরে জুমার পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের দাবিতে একাট্টা সাধারণ মানুষ ও তার দলীয় কর্মীরা। তবে বিভিন্ন মহল থেকে আসা পদত্যাগের অনুরোধ এখনও প্রত্যাখ্যান করে আসছেন তিনি।

The top leaders of the ruling party are meeting today to take a final decision on the removal of South African President Jacob Zuma. There is a lot of tension in the country surrounding the ANC meeting. Most grassroots leaders from his party grassroots want to withdraw from the post of president. South Africa, agitated for protests demanding Jumaar's resignation over the last few weeks

The demand for South African President Jacob Zuma's resignation is due to the general public and his party workers. However, he is still refusing to resign from the various quarters.

Recommended