মেধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব দেয়ার পদ্ধতি চালুর আহ্বান জানান ট্রাম্প

  • 6 years ago
বিতর্কিত গুয়ানতানামো বে কারাগার আবারও চালু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামার শাসনামলের শেষদিকে কারাগারটি বন্ধ করে দেয়া হলেও, এর সমালোচনা করে তিনি বলেন, ভয়ঙ্কর সন্ত্রাসীদের ছেড়ে দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। মঙ্গলবার স্টেট অব ইউনিয়নের ভাষণে সব ধর্ম বর্ণের মানুষকে রক্ষার তাগিদে মার্কিন অভিবাসন নীতি সংস্কারের কথা জানান ট্রাম্প। একইসঙ্গে তিনি ভিসা লটারি বন্ধের ওপর জোর দিয়ে মেধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব দেয়ার পদ্ধতি চালুর আহ্বান জানান।

Recommended