৭০ বছর পর আসছে এই মহা মকর সংক্রান্তি তাই এই দিনে করুন এই বিশেষ কাজ !

  • 6 years ago
আজ আমি আপনাদেরকে বলবো যে ৭০ বছর পর আসছে এই মহা মকর সংক্রান্তি তাই এই দিনে করুন এই বিশেষ কাজ ! তাই এই বিশেষ দিনে যদি এই কাজ গুলো করেন তাহলে আপনার জীবনের সকল প্রকার দুক্ষ কষ্টের ইতি ঘটবে, এবং জীবনে আসবে পরম সুখ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন । পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিনে এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করে খাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানোব পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে এবং ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করা হয় । ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। এই দিনে সুর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে ।

২০১৮ সালের এই সংক্রান্তির একটি বিশেষ মহাত্ব রয়েছে । কারণ এইরকম সংক্রান্তিএ যোগ প্রায় ৭০ বছর পর এক বার হয় । এই দিন সুর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে । সনাতন ধর্মালম্বীদের কাছে এই দিনটি খুবই শুভো এবং পবিত্র একটি দিন । এই দিনে মহামহিম ভীষ্ম দেহ ত্যাগ করেছিলেন । এই দিন সুর্য দক্ষিনায়ন থেকে উত্তরায়ণ এ প্রবেশ করে ফলে এই দিন থেকে স্বর্গের দরজা ৬ মাসের জন্য খুলে যায় । আর এই ছয় মাসের মধ্যে যারা মারা যায় তাদের স্বর্গপ্রাপ্তি ঘটে । এজন্য সনাতন ধর্মালম্বীদের কাছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বিশেষ একটি দিন ।

আপনাদেরকে বলে রাখি যে ২০১৮ সালের ১৪ই জানুয়ারী রবিবার মকর সংক্রান্তি পালন করা হবে । আর এ বছরের মকর সংক্রান্তি একটি বিশেষ যোগে পদার্পণ করেছে । কারণ এই বিশেষ যোগ প্রায় ৭০ বছর পর এক বার আসে । এই যোগকে পারিজাত যোগ বলা হয় । তাই এই দিন যদি নির্দিষ্ট কিছু কাজ করা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায় । তাহলে আসুন জেনে নেই যে মকর সংক্রান্তির দিনে কি কি করা উচিত ।

Recommended