শীতেও জাপানে বসন্তের আমেজ

  • 6 years ago
জাপানে বসন্তে চেরি ব্লোসম উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করেন হাজারো পর্যটক। তবে শীতে দেশটিতে পর্যটকের আগমন অনেকটাই কমে যায়। এ কারনে পর্যটকদের আকৃষ্ট করতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। রাজধানী টোকিও'র বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানসহ অধিকাংশ রাস্তা সাজানো হয়েছে রং-বেরঙের লাখ লাখ বাতি দিয়ে।

Thousands of tourists also crowded along with the locals to enjoy cherry blossom in Japan in the spring. However, the arrival of tourists in the country is very less in the winter. This is why special initiatives have been taken to attract tourists. Most of the roads, including Tokyo's many parks and sights, have been decorated with millions of lights of color-beareng.