প্রধানমন্ত্রীকে গালিগালাজের কারণ জানালো সেই মেয়েটি এবং মেয়েটির পরিচয় জানলে অবাক হবেন !!

  • 7 years ago
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সরকারী মোবাইল ফোনে দুই দুই বার ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করে আটক হওয়া শিলা খাতুন (২৩) আসলে কে এবং কি তার পরিচয় এই নিয়ে চলছে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা রকম আলোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, শিলা খাতুন নাটোর শহরের স্টেশন বাজারে সাত মাস ধরে বাসা ভাড়া করে বসবাস করছেন। সাথে রহিমা খাতুন নামে তার ছোট বোনও থাকে। ওই বাসার আশেপাশের লোকজনের সন্দেহ শিলা খাতুন ও তার ছোট বোন পেশাদার যৌনকর্মী।
কী কারণে বা কেন শিলা খাতুন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছেন জানতে চাইলে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০:৩৯ মিনিটে ০১৭৮৪৫৬৫৮৮৪ এই মোবাইল নম্বর ব্যবহার করে নাটোর হরিশপুর শিবমন্দির থেকে আমাকে ফোন করে মেয়েটি জিজ্ঞাসা করে, আপনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আমি বললাম না আমি জেলা প্রশাসক শাহিনা খাতুন। এরপর সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে গালি দেয়। ওই মেয়েটি আমাকে প্রশ্ন করে হিন্দুদের জন্য প্রধানমন্ত্রী এতো কিছু করছে কেন? মুসলমানদের জন্য করছে না কেন? তাকে উত্তরে যখন বলা হলো সরকার কয়েক লক্ষ মুসলিম রোহিঙ্গাদের থাকা খাওয়ায় ব্যবস্থা করেছে তা তুমি জানো? উত্তরে সে চুপ ছিল।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, মেয়েটির পুরো নাম মোসা. শিলা খাতুন(২৪), পিতা-রহিম মিয়া, মাতা-রুবিনা বেগম, গ্রাম- কলম পালপাড়া, ইউনিয়ন- কলম, উপজেলা- সিংড়া, জেলা- নাটোর। তিন বোনের মধ্যে সে মেজ, বাবা কৃষক তবে অন্যের জমি চাষ করে।

Recommended