নিষিদ্ধ ইন্টারনেট জগত_ যে অন্ধকার জগতের খোজ গুগলও পায়না

  • 7 years ago
নিষিদ্ধ ইন্টারনেট জগত_ যে অন্ধকার জগতের খোজ গুগলও পায়না
নিষিদ্ধ ইন্টারনেট জগত | যে অন্ধকার জগতের খোজ গুগলও পায়না| রহস্যে ভরা নিষিদ্ধ এক জগত। ডার্ক বা ডিপ ওয়েব কি ? যে সকল সাইট জনসাধারনের জন্য উন্মুক্ত না, যেগুলোর ক্রিয়েটর বা প্রতিষ্ঠাতা রা চান না সাইট গুলো কেউ সার্চ করে খুজে পাক সেগুলো কেই ডীপ ওয়েব বলে। এটা সাধারন ভাষায়, আরেক টু ভিতরে গেলে বোঝা যায় যে সকল সাইট বা অনলাইন কনটেন্ট কে লুকিয়ে রাখা হয় সার্চ ইঞ্জিন বা আপনার আমার মত সাধারন মানুষ থেকে সেগুলোকেই ডার্ক ওয়েব বলে। পৃথিবীতে অনেক ভয়ঙ্কর সুন্দর ও রহস্যময় স্থান রয়েছে, যার রহস্যময়তা আবিষ্কার করতে পারে নি কোন বিজ্ঞানী যত সব ভৌতিক গল্প, ভয়ংকর সব ভূতের গল্প, ভূতুরে কাহিনী,ভূতুরে গল্প নিয়ে আমরা হাজির হব প্রতিদিন। এরকম সব অদ্ভুত রহস্যের সন্ধান পেতে ও জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।

Recommended