সীমান্তের সুলতান পর্ব ১৪....সীমান্তের সুলতান বাংলা অনুবাদকৃত একটি ধারাবাহিক নাটক........ "সীমান্তের সুলতান" - একটি ঐতিহাসিক - ইসলামিক টেলিভিশন ধারাবাহিক। ১৩ শতাব্দীর মধ্যভাগে অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এরতুগরুল গাজীর অসামান্য বীরত্বের এবং ইহুদীদের করাল গ্রাস থেকে মুসলিম সাম্রাজ্য গড়ে তোলার অসাধারন - সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এই ধারাবাহিক। এরতুগরুল ছিলেন একজন অসীম সাহসী পুরুষ। একদিন,এরতুগরুল ও তাঁর তিন বন্ধু ইহুদী নাইটসদের হাত থেকে হালিমা খাতুন ও তার পরিবারকে উদ্ধার করে। হালিমা ও তার পরিবার সেলজুক সাম্রাজ্যের এক অভিজাত পরিবারের সদস্য ছিল। কিন্তু হালিমাদের আশ্রয় দেয়ায় ভয়াবহ সমস্যা দেখা দেয়; সেলজুক সাম্রাজ্যকে যুদ্ধের হুমকি দিয়ে তাদের ফিরিয়ে দিতে বলা হয় এবং নাইট টেম্পলারসরা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। এ কারণে বেদুঈনরা এরতুগরুলের বাবা সুলায়মান শাহকে একজন খারাপ নেতা হিসেবে দোষ দিতে থাকে। এই ঘটনায় সুলায়মানের জ্ঞাতি ভাই কুরদগলু তার গোপন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়। সুলায়মান দ্রুত ব্যবস্থা নিয়ে এরতুগরুলকে নতুন আবাস অনুসন্ধানের অভিযানে পাঠান। এরতুগরুল ও তার তিন বন্ধু সুলতানের সঙ্গে চুক্তির লক্ষ্যে আলেপ্পোয় যায় এবং শুরু হয় অটোম্যান সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের যা, পরবর্তী ছয় শতাব্দী জুড়ে অটোম্যান রাজবংশের অধীনে একটি বিশ্বময় সাম্রাজ্য গড়ে তুলেছিল। .......বাকি পর্ব গুলো দেখতে আমাদের চ্যানেলে Follow করুন.........