বাংলা চলচ্চিত্র 'অঙ্গার'-এর শুভ মহরত | ওম | জলি | ওয়াজেদ আলী সুমন | জাজ মাল্টিমিডিয়া | এস কে মুভিজ

  • 8 years ago
see more: www.dhallywood24.com

৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ বুধবার এফডিসির জসিম ফ্লোরে অনুষ্ঠিত হয়ে গেল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’এর মহরত। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটির মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্রে যাত্রা শুরু করলেন ছবিটির নায়িকা ফাল্গুনী রহমান জলি। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়ক ওম। ‘অগ্নি ২’র পর এটা তার দ্বিতীয় ছবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও চলচ্চিত্র অভিনেতা আলমগীর। তারা কেক কাটেন ও ক্ল্যাপস্টিক দেন। মহরত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন, পরিচালক জাকির হোসেন রাজু, সঙ্গীত পরিচালক ইমন সাহা, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এফডিসির ২ নং ফ্লোরে ছবিটির শুটিংয়ের জন্য সেট তৈরি করা হয়েছে। গ্রামের ঘরের আদলে সেটটি তৈরি করা হয়েছে। আজ থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে। এখানে টানা সাতদিন শুটিং চলবে ।

Recommended