Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/14/2016
এখানে শাইখ বিভিন্ন বিতর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। যেমনঃ সাত ভাগে কুরবানি, আমিন বলা, হাত বাঁধা, তারাবির সালাত ইত্যাদি। এছাড়া তিনি মূর্খতা সম্পর্কেও কথা বলেছেন। একটি বাংলা ইসলামিক প্রশ্ন এবং উত্তর অনুষ্ঠানে জনৈক ব্যক্তি শাইখ আব্দুর রাযযাক বিন ইউসুফ সম্পর্কে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন সাত ভাগে কুরবানি করা সহিহ হাদিস সম্মত সেটা সফর অবস্থাতে হোক বা না হোক। তিনি আরো বলেন তারাবির সালাত ৮ বা ২০ রাকাত দুটোই ঠিক আছে। এবং এগুলো সব সহিহ আক্বিদার আলেমদের মতভেদ। এছাড়া তিনি বলেন আমিন বলা, হাত বাঁধা ইত্যাদি ছোট খাট বিষয় নিয়ে যারা ঝগড়া করে, কঠোর ভাষায় সমালোচনা করে তাঁরা মূর্খ।
তিনি আরো যোগ করেন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমামা আহমদ ইবনে হাম্বল সহ অনুসরণীয় সকল ঈমামের এবং আহালুল হাদিসের মধ্যে আক্বিদাগত কোন পার্থক্য নাই।
"শাইখ আব্দুর রাযযাক, আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) এবং বিতর্কিত বিষয় সম্পর্কে শাইখ মুফতি কাজি ইবরাহিম।" is a part of Bangla Islamic Question and Answer program.

Category

📚
Learning

Recommended