নোয়াখালী ও ফেনীর পর এবার রাজধানীর দক্ষিণখানে দুই নারীকে নির্মম নির্যাতনের সিসি ক্যামেরার সেই ভিডিও ফাঁস

  • 8 years ago
এবার রাজধানী ঢাকার দক্ষিণখানে স্বামী-সন্তানের সামনে এক বৃদ্ধা ও এক নারীকে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। ১৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে ঘটনাটির তিনটি ভিডিও ক্লিপ এসএটিভি'র হাতে আসে। এরপর এসএটিভি'র অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর আরো কিছু তথ্য। জানা যায়, নির্যাতিতরা এ বিষয়ে মামলা করতে থানায় গেলে উল্টো তাদেরই কারাগারে পাঠানো হয়। টি এইচ মুসলিমের তোলা ছবিতে আরো জানাচ্ছেন আনজাম খালেক।