নিষ্ঠুর প্রেমে মজাইলাম মন , শিল্পী :- বাউল আব্দুল কাইয়্যুম

  • 9 years ago
নিষ্ঠুর প্রেমে মজাইলাম মন ,
শিল্পী :- বাউল আব্দুল কাইয়্যুম
কথা ও সুর :- ওস্তাদ বাউল এম.হোসেন

নিষ্টুর প্রেমে মজাইলাম মন, ওলো সখীগন,
নিষ্টুর প্রেমে মজাইলাম মন,
প্রেম শিখাইয়া শ্যাম কালিয়া আছে কোথায় লুকি দিয়া,
কবে এসে দিবে দরশন ।।

না জেনে পিরিতের রীতি,ঘটিল আমার দুগর্তি
অসতি হেইলাম যার কারন,
নিষ্টুর বন্ধুর পাষান হিয়া,দেখল না একবার আসিয়া
জলে ভাসে এ দুটি নয়ন ।।

যতনে গাতিলাম মালা,পরাব প্রাণ বন্ধুর গলা
প্রেমের জ্বালা করব নিবারন,
আইলনা মোর কাল শশী,ফুলের মালা হইল ভাসী
সর্বনাশী হইলাম এই ভুবন ।।

সইব কত প্রেম যাতনা,হইলাম পাগল দেওয়ানা
খবর লয়না বন্ধুয়া সুজন,
হোসেনেরী কপাল দোষে,বন্ধুয়া রইল বিদেশে,
অবশেষে হইবে কি মিলন ।।


ওস্তাদ বাউল এম.হোসেনের জন্ম পরিচয় :-
হযরত শাহজালাল (র.)’র পূণ্যভূমি সিলেট । সিলেট জেলাধীন, বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত চারখাই ইউনিয়নের কামার গ্রামে ১/৬/১৯৭৬ সালে জন্ম গ্রহণ করেছেন , ওস্তাদ বাউল এম.হোসেন ।
তাঁর পিতার নাম :-মসদ্দর আলী,
মাতার নাম :- রুপেজা বিবি ।
সিলেটের সাম্প্রতিক বাউল গানের অতি পরিচিত মূখ আমার ওস্তাদ বাউল এম.হোসেন ।নিজের লেখা জনপ্রিয় একটি গান হচ্ছে – সোনা বন্ধু-রে প্রেমাগুনে জ্বলে হৃদয় বলি কাহারে ।সিলেটের সংগীত শ্রোতাদের অনেকের মূখেমূখে এ বিচ্ছেদ গানটি বহূল প্রচলিত হলেও প্রচার বিমূখ গীতিকার নিজেকে সে পরিচয় দিতে একেবারেই নারাজ ।
এই গুণি ব্যক্তির গুণে জ্ঞানে ও বিদ্যা বুদ্ধিতে ছিলেন বিখ্যাত বাউলদের অন্যতম । তাঁর লেকচার ও রচনা শক্তিতে তিনি ছিলেন অদ্বিতীয় । যেই ভাবে কোন বিষয় নিয়ে শিষ্যদের সম্মুখে লেকচার ( বক্তৃতা ) দেন ,সেই ভাবে কোন বিষয় নিয়ে কোন কিছু রচনা ও করিতে পারেন । তাঁহার লেকচারে ছিলো অতুলনীয় স্পিরিট । উর্দ্দু, ইংলিশ, এবং আরবী ভাষায় আছে তাহাঁর অসাধারন অভিজ্ঞতা । তাঁহার উপস্থিত বুদ্ধি দিয়ে সামান্য সময়ে শিষ্যদের সব সমস্যা সমাধান করে দেন ।

Recommended