JH channel

@JHchannel
বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে উঠা পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ আমাদের এ প্রিয় বাংলাদেশ। এক লক্ষ সালচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটারে উর্বর পলল-সমৃদ্ধ ছোট্ট এই দেশটি রূপবৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। সাগরের গর্জন, অসংখ্য নদীর বহমানতা স্থলভাগের সবুজ শ্যামলিমা, সংস্কৃতিক স্বাতস্ত্র্য আর অতুলনীয় ঋতুবৈচিত্র্যের পটভুমিতে এদেশে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা মানুষ মাত্রকে মুহুর্তেই ভাবুক করে তোলে । তাই মনের অজান্তেই কবিমন গেয়ে উঠে। –

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।”